মোঃ আখতার হোসেন হিরন, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া নুরানী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক মো. শাহআলম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুর রহমান মাস্টার সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি।
রবিবার সকালে মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীরা কেরাত,হামদ,নাত, আজান, কবিতা আবৃত্তি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাফ, অভিভাবক ও বহিরাগতদের জন্য পাতিল ভাঙ্গা, ছাত্রছাত্রীদের বালিশ খেলা, চেয়ার খেলা, ডিসপ্লে তমকপদ ইমেন্ট যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন গ্রামীণ খেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মাওঃ মোঃ তৌফিকুল ইসলাম খান,প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ আবু তোরাব সাহেব,আলহাজ্ব মাওঃ মোঃ নুরুল আমিন সদস্য অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি, মাও: মোঃ আব্দুল গফুর মোল্লা সদস্য, মাওঃ আব্দুর রউফ সদস্য,আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সদস্য,ইন্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম উপদেষ্টা অত্র মাদ্রাসা। সাংবাদিক মোঃ আবু হানিফ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এছাড়াও গত বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কৃত করা হয়। উল্লেখ্য, লেখাপড়ায় মনোযোগী ও আগ্রহ বাড়ানোর লক্ষ্যে মাদ্রাসার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ২৪ জনকে বিত্তি পুরস্কার প্রদান করা হয়েছে।পরিশেষে ছাত্র, ছাত্রী শিক্ষক, অভিভাবক,প্রতিষ্ঠান এবং মুসলিম উম্মার কল্যানে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়েছে।