
যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ের সামনে অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। এতে উত্তরা–মহাখালী সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
রোববার সকাল থেকে তারা এই অবরোধ শুরু করেন।
গুলশান ট্রাফিক ডিভিশনের দেওয়া ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, বিকেলের দিকে মহাখালী থেকে উত্তরামুখী লেনে যান চলাচল আংশিকভাবে চালু হয়েছে।
এই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। উত্তরা থেকে মহাখালী বা রাজধানীর কেন্দ্রীয় অংশে যেতে চাওয়া যানবাহনগুলোকে কাকলী–গুলশান-২–গুলশান-১–আমতলী বা গুলশান-১–পুলিশ প্লাজার মাধ্যমে দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য উন্মুক্ত আছে এবং উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরঝিলগামী যাত্রার জন্যও তা ব্যবহার করা যাবে।
দিনের শুরুতে এই অবরোধ কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার বাইরের অটোরিকশাচালকরা বিভিন্ন দাবিতে প্রধান সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদেরকে ট্রাফিক বিভাগের সবশেষ নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিকেল সাড়ে ৪টার দিকে বলেন, ঢাকা জেলার অটোরিকশাচালকদের অবরোধ এখনো চলছে। তাদের দাবি—তারা মেট্রোপলিটন এলাকায় অটোরিকশা চলাতে চান। যদিও বর্তমানে আইন অনুযায়ী তা নিষিদ্ধ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা