

আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী): বন্যা দুর্গত চাটখিল, সোনাইমুড়ি ও ফেনী এলাকায় এনআরবি ব্যাংকের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে এনআরবি ব্যাংক এ কার্যক্রম শুরু করে।
ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে পাল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ মহসিন ও চাটখিল শাখার ম্যানেজার নারায়ন দেবনাথের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।
চাটখিল সোনাইমুড়ি ও ফেনীতে বন্যার্ত ৪ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল আলু, চিনি, লবণ পেঁয়াজ, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, ব্যাংকের সকল কর্মকর্তাদের ১ দিনের বেতন ও বোর্ড থেকে অনুমোদিত অর্থ দিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে।
গত মঙ্গলবার চাটখিল উপজেলা অডিটোরিয়ামে ত্রানের এই কার্যক্রম শুরু হয়েছে। ৩/৪ দিনের মধ্যে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে ব্যাংক কর্মকর্তারা জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা