
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে সোনা জান বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশার মন্দুলার চর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধা ওই এলাকার আকবর আহমদ ওরফে আবু মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জানে আলম বলেন, সন্ধ্যায় ওই নারী বাড়ি থেকে ৪০০ মিটার দূরের পাহাড়ি এলাকা থেকে তাঁর গরু আনতে গিয়েছিলেন।
এ সময় একটি বন্য হাতির পালের আক্রমণের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। পরে বন বিভাগের সহায়তায় তাঁর লাশ স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আজ মঙ্গলবার লাশ দাফন করা হবে।
পদুয়া রেঞ্জের আওতাধীন ডলু বন বিটের কর্মকর্তা রাকিব হোসেন বলেন, ‘গরু আনতে গিয়ে সম্ভবত ওই নারী সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করেছিলেন। সেখানে পাঁচ সদস্যের একটি হাতির পালের আক্রমণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা