যায়যায়কাল প্রতিবেদক: চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায় বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, 'এটা একটা ঐতিহাসিক সফর হবে। একটা বিষয় হচ্ছে যে চীন আমাদের এখান থেকে তিনটা পণ্য বড় আকারে আমদানি করতে চায় বলে চীনা রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন। এগুলো হলো আম, কাঁঠাল ও পেয়ারা।'
তিনি বলেন, 'ড. ইউনুস এটা এর আগে এটা তাদের কাছে উত্থাপন করেছিলেন, যখন তাদের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা হয়েছিল। পরে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এটা নিয়ে আলাপ হয়েছিল। উনি বলেছিলেন যে, আমরা এত আম নেব যে তোমাদের ঘাটতি হয়ে যাবে।'
'সেজন্য আমরা আশা করছি যে চীনের সঙ্গে আমাদের একটা নতুন এক্সপোর্টের দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশি আম চীনারা পছন্দ করে এবং তারা কাঁঠালও খুব পছন্দ করেন। কাঁঠালটা খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারব,' বলেন তিনি।
আম রপ্তানির বিষয়ে প্রেস সচিব বলেন, 'এ জন্য মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়। মেইনটেইনের জন্য এফএও আমাদের কারিগরি সহায়তা ও অন্যান্য সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চায়নায় যাবে বলে আমরা আশা করছি।'
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা