খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ উপজেলার মধ্যে এক উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটি সেতাবগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়ামে সরাসরি আয়োজিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলের শিক্ষক খেলোয়াড়রা ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। উভয় দলের সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। খেলাটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যে আয়োজিত হয়।
ম্যাচের ফলাফল সম্পর্কে জানা যায়, উভয় দলই চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে। তবে শেষ পর্যন্ত সেতাবগঞ্জ উপজেলার দল একটি রোমাঞ্চকর জয়ে ম্যাচটি নিজেদের করে নেয়। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যা শিক্ষকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা