মো. আফ্ফান হোসাইন আজমীর, রংপুর: বাংলার চোখ এর আয়োজনে ‘জীবনের জন্য বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে ফলজ, বনজ ও ওষুধি গাছের পাঁচ হাজার চারা বিতরণ করা হয়েছে।
রোপণ ও রোপণ পরবর্তী নাগরিক সচেতনতা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, বাংলার চোখ উপদেষ্টা, অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান।
সভাপতিত্ব করেন বাংলার চোখ সভাপতি তানবীর হোসেন আশরাফী, বাংলার চোখ সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো. জাহাঙ্গীর কবির পলাশ, বাংলার চোখ সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, রংপুর স্টুডেন্ট প্রজেক্ট এর প্রতিনিধি শাহ সুলতান সৌরভ, ইমতিয়াজ আহমেদ অনিক, রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডাঃ ফয়সাল আহমেদ আদনান, বাংলার চোখের হাজীর থানার সদস্য এনামুল হক সুজন, মহানগর কমিটির সদস্য মো. আরিফ হোসেন, গংগাচড়া থানার সদস্য আবু বক্কর সিদ্দিক, রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী শাহরিয়ার রহমান নাফিস প্রমুখ।
জলবায়ুর পরিবর্তন, পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি এবং আবহাওয়ার দ্রুত পরিবর্তনের হাত থেকে সবুজ, শান্ত, স্নিগ্ধ পৃথিবী গড়ে তুলতে রংপুর স্টুডেন্ট প্রজেক্ট, রংপুর মেডিকেল কলেজে ও জেলা স্কুল শিক্ষার্থীর সহযোগিতায় বাংলার চোখের এই আয়োজন অন্য অবদান রাখবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা