মোঃ রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): বাংলার মাটিতে প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন, গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে। যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে জুলুম ও অত্যাচার করেছে, জমি দখল করেছে, ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করেছে তাদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা নায়েবে আমির আজিজুর রহমান সরকার স্বপন, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ ও স্থানীয় নেতারা।
সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, সরকারি যে কোনো বাজেট বাস্তবায়নে অন্য কারও পকেটে যেন ৯০ ভাগ ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সব ক্ষেত্রে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা