রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাট পৌর শহরের মুনিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার এশার নামাজের পর মুনিগঞ্জ পাঞ্জেগানা জামে মসজিদে এই দিবসটি উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোশারেফ হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় বিএনপি নেতা মিজানুর রহমান সেন্টু, ইঞ্জিনিয়ার মিন্টু, শেখ আবুল কালাম আজাদ, সেনাবাহিনীর(অবঃ) সার্জেন্ট আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, খাইরুজ্জামান নিপু, আব্দুল্লাহ আল মামুন,, শফিকুল ইসলাম নাদিম ও পৌর যুব দলের সদস্য সচিব ওমর ফারুক মুন্না সহ এলাকার মুসল্লিরা।
মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মুনিগঞ্জ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।
মিলাদ মাহফিল পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা