

রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রাসেল আহমেদ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি কান্দাপাড়া গ্রামের মৃত শেখ মনজুরুল হকের পুত্র। অ্যাডভোকেট রাসেল আহমেদ কান্দাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাশ করে ঢাকা কবি নজরুল ইসলাম কলেজ থেকে সাফল্যের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলএম পাশ করেন।
তিনি ২০০৮ সালে বার কাউন্সিলের সদস্য পদ লাভ করেন এবং ২০১৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেশাগত কাজের অনুমতি প্রাপ্ত হন।
শেখ হাসিনা সরকার পতনের পর অ্যাডভোকেট রাসেল আহমেদ গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে কাজ করার সুযোগ লাভ করেন। তার সহধর্মিনী শাহনাজ আক্তার। পেশায় তিনিও একজন আইনজীবী। অ্যাডভোকেট রাসেল আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় এলাকায় সর্বস্তরের মানুষের মনে খুশির আমেজ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা