শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগেরহাটের সাংবাদিকদের ওপর হামলা: বিএমএসএসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটপাটকারীদের হামলায় পুলিশের সামনে তিন সংবাদকর্মী আহত হয়।

আহতদের বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত তিন সংবাদকর্মী হলেন- ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মামুন আহম্মেদ।

মঙ্গলবার দুপুরে আলীপুর কালভার্টের পাশে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আলীপুর গ্রামে রাসেল শেখের নেতৃত্বে একদল লুটতরাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

লুটপাটের সংবাদ পেয়ে তিন সংবাদকর্মী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর পুলিশের সামনে হামলা চালায়। সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা, মোটরসাইকেল ভাঙচুর করে। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ((বিএমএসএস)- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, মহাসচিব মো. ছগীর আহমেদসহ সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায় বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ