রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার করেছে র্যাব।
সোমবার ঝিনাইদহ সদর উপজেলার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার বেতাগা গ্রামের সেীভাগ্য দাশের ছেলে গৌরাঙ্গ দাশ(৩৫), নিত্যনন্দ দাশ(৩৫), ও তন্ময় দাশ(৩৮)। তাদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধায় র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম মামলার বরাত দিয়ে জানান, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্ত গৌরাঙ্গ দাশ ভুক্তভোগীকে চেতনানাশক ওষুধ মিশিয়ে একটি কোমল পানীয় খেতে দেয়। ওই পানীয় পান করে কিশোরী গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে। এদিন রাত সাড়ে ৯টার দিকে কিশোরীকে সুকৌশলে পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভিকটিমের মা বাথরুমে যাওয়ার সময় ভিকটিমের ঘরের দরজা খোলা দেখতে পায়। তার হাতে থাকা টর্চ লাইট মারলে মেয়েকে বিছনায় না দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশে পাশের লোকজন চলে আসলে সবাই একসাথে তার মেয়েকে খুঁজতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী সুপারী বাগানে পৌঁছালে ভিকটিমের মা প্রধান আসামিকে ধর্ষণ করা অবস্থায় দেখতে পায়। আসামিরা ভিকটিমের মা ও তার দাদাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। ভিকটিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা