বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জাতীয় দরপত্রদাতা ডাটাবেসের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব চৌধুরী।
এ সময় এলজিইডির প্রোকিউরমেন্ট ইউনিটের নির্বাহী প্রকৌশলী সোনিয়া নওরিন, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মহান্ত, সহকারী প্রকৌশলী নীতিসরঞ্জন গাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইজিপির মাধ্যমে সকল টেন্ডার দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দরপত্র দাতারা বিভিন্ন সুবিধা পাবেন।
কর্মশালায় উপস্থিত বাগেরহাট জেলার দরপত্র দাতাদের ডাটাবেজ সঠিকভাবে পূরণের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা