রুহুল আমিন বাবু, বাগেরহাট : বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুরের হত্যা মামালার আসামি, রাসেল বাহিনীর অত্যাচারের হাত থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছে।
আলীপুর গ্রামের মৃত মো. মোজাহের মোল্লার ছেলে মো. রফিকুল মোল্লা শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগ কর্মী রাসেল বাহিনী ৬ আগস্ট থেকে এলাকার প্রতিবন্ধী রফিকুলসহ একাধিক বাড়ি ভাঙচুর, গবাদি পশু, ঘের লুট, বাড়ি ভাঙচুর, চাঁদাবাজি ও সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা ও তার পিতার হত্যার বিচারের দাবি জানান।
এছাড়া আরও বলেন, রাসেল শেখ, তুহিন শেখ, ইসমাইল শেখ, লোকছার শেখ, কামরুল শেখ, মিজান শেখ, তৌহিদ শেখসহ অনেকে আমার বাবার হত্যা মামলার সাক্ষীদের এবং নিরীহ অসহায় দরিদ্র লোকের গরু ছাগল, হাসমুরগি, ঘেরের মাছ, তরকারি এবং ৪টি গাড়িসহ ফ্রিজ, খাট-পালং ঘরের আসবাবপত্র নিয়ে যায়। এছাড়া আলিপুর গ্রামে পুলিশ কর্মকর্তা মো. শহিদুল ইসলামের পরিবারও এই বাহিনী অত্যাচার থেকে রেহাই পায়নি। তাছাড়া আমার পরিবারসহ প্রায় অর্ধশতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি।
এ ব্যাপারে রাসেল শেখ জানান, ৫ আগস্টের পরে কোনো লুটপাট ঘের দখল হয় নাই। দুই একটা দোকান পাট ভাঙচুর হয়েছে। এ ছাড়া আমার আর কিছু জানা নেই। এসব আমার নামে মিথ্যা বলা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা