

আবুল হাশেম, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে।
বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযূষকান্তি পান্ডের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
একই অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক মো আনজারুলের বিরুদ্ধে এবং সহকারী শিক্ষক আরিফ এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সকল শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন করেন। আন্দোলনরত সকলেই এই তিন শিক্ষকের বহিষ্কার দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন যাবত ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ও বিভিন্নভাবে তাদের যৌন হয়রানি করে আসছিল। রোববার কয়েকজন ছাত্রীর সঙ্গে যৌন হয়রানির ঘটনা ঘটে। হয়রানির শিকার ছাত্রীরা বাসায় গিয়ে অভিভাবকদের এ বিষয়ে অবগত করেন। সোমবার সকালে সকল অভিভাবক স্কুলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন।
এ সময় বাঘা থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে অভিভাবকবৃন্দ ও জনতাকে শান্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এসে অভিযুক্ত শিক্ষক পীযূষকান্তি পান্ডেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেন।
বাঘা থানা আফিসার ইনর্চাজের সাথে কথা বলে তিনি জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা