

আবুল হাশেম, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকচাপায় গুরুতর আহত হয় বাঘা রহমতুল্লাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সমাপ্তি (১৩)। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার দেহে রক্ত সংকট দেখা দেয়। এই খবর শুনে তাৎক্ষণিক রক্তের ব্যবস্থা করে দেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।
সোমবার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তরিকুল ইসলাম এবং সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো শামসুল ইসলাম।
নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ‘সমাপ্তি আমার সাথে কথা বলেছে। আমি ডাক্তারের সাথেও কথা বলেছি। সমাপ্তি আশংকামুক্ত জানিয়েছেন। আহত শিক্ষার্থীর নিয়মিত খোঁজখবর রাখছি। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ঔষধ কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছে।’
তাৎক্ষণিক এমন ব্যবস্থা গ্রহণ ও মানবিকতার জন্য ইউএনও তরিকুল ইসলামের প্রশংসা করছেন জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা