প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
বান্দরবানের আলীকদম সেনা জোনের আর্থিক অনুদান

ইসমাইল হোসেন: বান্দরবান জেলার আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হল রুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট ৩,১১,৪৯২/= (তিন লক্ষ এগারো হাজার চারশত বিরানব্বই) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল শওকতুল মোনায়েম পিএসসি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ পি এস সি।
এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎস্বার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা