বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা রোয়াংছড়ির তারাছা ইউনিয়নে উমেপ্রু মার্মা (৩৪) নামের এক মহিলা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘন বনজঙ্গলের ভেতর জুমে কর্মরত অবস্থায় কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। অনেকের ধারণা এটি পাহাড়ের কোন সশস্ত্র গোষ্ঠীর কাজ হতে পারে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার মেয়ে এবং বান্দরবান সদরের করুণাপুর পাড়া নিবাসী রোমেল তঞ্চগ্যার স্ত্রী। জানা যায় বাবার বাড়ি বেড়াতে এসে বাবার জুমে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।
রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সুভ্র মুকুল চৌধুরী নিশ্চিত করেন, এক মার্মা মহিলা গুলিবিদ্ধ হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে জুরুরী প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।
আহত মহিলার আপন ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, তার বোন (উমেপ্রু মারমা) গতকাল বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে জুম ক্ষেতে কাজের সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়র পড়েন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, হেমাগ্রী পাড়ায় এক মার্মা মহিলা সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে কার দ্বারা গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা