ইসমাইল হোসেন, বিশেষ প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে শিশুশ্রমের পরিবর্তে শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে 'উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গয়ালমারা ও ভাগ্যকুল এলাকার শিশু, অভিভাবক ও সচেতন নাগরিকদের নিয়ে উক্ত "উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ' অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রায় শতাধিক উপজাতীয় এবং বাঙালি শিশু, অভিভাবক ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।
ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আসিফ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক জনাব হাবিব আল মাহমুদ এর সভাপতিত্বে এবং দপ্তর ও প্রচার সম্পাদক জনাব মিছবাহ উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সুয়ালক ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সার্জেন্ট (অব:) জনাব মোঃ আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ সুয়ালক ইউপি'র সাধারণ সম্পাদক জনাব রফিক উল্লাহ ভুঁইয়া, ছাত্র পরিষদ সুয়ালক ইউপি শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ সুমন এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ জানে আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা শিশুশ্রমের কুফল এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। একটি পিছিয়ে পড়া জাতির উন্নতির মূলমন্ত্র হলো শিক্ষা। বিভিন্ন কারণে সেই 'শিক্ষা' থেকে বঞ্চিত উপজাতীয় এবং বাঙালি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পিসিসিপি বান্দরবান'র পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার, বই উপহার, ভর্তি সহায়তা এবং শিক্ষাবৃত্তিসহ প্রয়োজনীয় সহায়তার প্রদানের আশ্বাস দেন।
পিসিসিপি বান্দরবান'র উদ্যোগে আগামীতে বান্দরবান'র বিভিন্ন দূর্গম ও প্রান্তিক এলাকায় এধরনের 'উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশ' আয়োজন করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা