আরাফাত খাঁন, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামের রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত মথি ত্রিপুরা সদর ইউনিয়নের অন্তর্গত আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরার ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন মথি এসময় রুমা বাজার থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি স্কুলের সামনে পৌঁছলে মথি ত্রিপুরাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে মথি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.পাপিয়া দাশ জানান, বাস দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। হাপাতালে আনাত পথেই তার মৃত্যু।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি জানান, দুর্ঘটনার পরপরই বাস ড্রাইভারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
এদিকে ঘটনার ঘন্টাখানিক পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রুমা বাস স্টেশনে বাসে অগ্নিসংযোগ ঘটায়, পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিস এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা