
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
বান্দরবানে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন

আরাফাত খাঁন, বান্দরবান: দীর্ঘ জল্পনা কল্পনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে নুতন ভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রিয় শাখা।
রবিবার বেলা ১২টায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
বান্দরবান ৩০০ আসনের সাবেক সদস্য ও বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী কে আহ্বায়ক মনোনীত করে জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জাবেদ রেজা কে সদস্য সচিব মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি,যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, ও সাবেক সভাপতি মিসেস মামাচিং কে সদস্য হিসেবে মনোনীত করা হয়।এই কমিটি ঘোষণার পর পরই পুরো জেলা বিএনপির রাজনৈতিক পথ ঘুরে গিয়েছে বলে দাবি জনগণের।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা