ওসমান গনি, স্টাফ রিপোর্টার: বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান এর উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ।
সভায় বক্তারা এই বর্ষা মৌসুমে বনজ গাছের পাশাপাশি প্রচুর পরিমাণে ফলজ ও ঔষধি গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেছেন।
প্রধান অতিথি তার বক্তব্যে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিটি বাড়িতে অন্তত একটি করে নিম ও অর্জুন গাছ লাগানোর জন্য আহবান জানান।
বিভিন্ন নার্সারি ও চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় অংশগ্রহণ করে এবং অন্যান্য যারা শ্রম ও মেধা দিয়ে মেলাকে সুন্দর, অর্থবহ ও সাফল্যমন্ডিত করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা