আরাফাত খাঁন, বান্দরবান: বান্দরবানে গত কয়েকমাস ধরে একটি মোটর সাইকেল চোর চক্র,দেওয়াল কিংবা গাছে মোবাইল নম্বর লিখে রেখে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল মোটরসাইকেল।চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় জড়িত চোরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত চিংসামং ওরপে রাহুল তঞ্চগ্যা (৩২) বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির গুই খৈং এলাকার সাথিমং এর ছেলে।
পুলিশ সুপার বলেন, গত ২০ নভেম্বর বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকা থেকে দিন গত রাত সাড়ে তিনটায় বাসার গেইটের তালা ভেঙে পার্কিংয়ে থাকা ২টি মটর সাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত মো.সাঈদ।এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুইটি মটর সাইকে উদ্ধার ও চুরির সাথে জড়িত চিংচামংকে চন্দনাইশের ধোপাছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক স্বীকারোক্তির বরাতে পুলিশ আরও জানায়, ইউটিউবের সাহায্যে মোটরসাইকেলের লক ভাঙা ও দুইটি তারের সংযুক্তির মাধ্যমে চাবি ছাড়া মোটরসাইকেল চালু করার কৌশল আয়ত্ব করে চিংসামং। পরে জেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় ঘুরে ঘুরে টার্গেট করা মোটরসাইকেল রাতে চুরি করে নিয়ে যেত।
এর আগে দেওয়াল কিংবা গাছে মোবাইল নম্বর লিখে রেখে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল মোটরসাইকেল। পরে ওই নম্বরে যোগাযোগের পর চুক্তি মোতাবেক টাকা পাঠালে নির্দিষ্ট পুকুর কিংবা জঙ্গলে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে। গত একমাসে বান্দরবান সদর উপজেলা থেকে এভাবে অন্তত ১৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছিল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা