আরাফাত খাঁন, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি সাব জোনের আওতাধীন এলাকায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বান্দরবানের রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন আজিজের নেতৃত্বে এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
রোয়াংছড়ি সাব জোনের আওতাধীন আন্তা পাড়া বাঘমারা, লংলাই এবং রোয়াংছড়ি আর্মি ক্যাম্প এলাকায়, স্থানীয় মানুষের মাঝে ১ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও সেনাবাহিনী এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। কয়েক বছর ধরে এই সমস্ত জায়গায় শীতবস্ত্র বিতরণ করে আসছে সেনাবাহিনী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন আজিজ বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন সেবা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা