

বারবার চুল ন্যাড়া করলে নতুন চুল গজায় কিনা, এই আশায় অনেকেই মাথা ন্যাড়া করেন। এই ধারণা কতটা সত্যি?
তবে এর কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। কারণ ন্যাড়া হলে চুলের গোড়ায় তার কোনও প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে ন্যাড়া হওয়ার পরে চুলের ঘনত্বে কোনও বদল আসে না।
◑ চুল পরার অনেক কারন আছে, যেমন-
☞ মাথায় একজিমা সোরিয়াসিস
☞ শরীরে হরমোনের তারতম্য
☞ অটোইমিউন সহবিভিন্ন কারনে।
এসবের চিকিৎসা না করে শুধু মাথা ন্যাড়া করলে চুল উঠবে না !!
লেখক ও স্বাস্থ্য-কলামিস্ট:
ডা. ধীমান দেবনাথ
চর্ম, যৌন, এলার্জি, চুল, নখ ও
শিশু চর্মরোগ বিশেষজ্ঞ
চেম্বার: হলি ল্যাব হাসপাতাল, কুমারশীল মোড়, ব্রাহ্মণবাড়িয়া।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা