

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় সাংবাদিক পাপ্পু মজুমদার (৪০) মারা গেছেন। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারী) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে বারহাট্টা উপজেলার বরুহাটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
তিনি জেলার সদরের পাটপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ৭১ বাংলাটিভি নামে একটি অনলাইন মিডিয়ায় নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে বেসরকারী সংস্থা স্বাবলম্বীতে চাকুরীতে কর্মরত ছিল। সেজন্য তার শিশু কন্যাকে নিয়ে মোটর বাইকে করে মোহনগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বরুহাটি এলাকার সড়কের পাশে একটি দোকানে তার ছোট মেয়েকে বসিয়ে রাখে। পরে প্রকৃতির টানে সাড়া দিতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় তার দুই কানে হেড ফোন লাগানো ছিল।
এসময় দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে পড়ে যায় পাপ্পু। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা