হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নিলামের দরপত্র দাখিলের আগেই স্কুল প্রাঙ্গন থেকে সরকারি গাছ কেটে নিলেন উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ তুষার। ঘটনাটি ঘটেছে উপজেলার খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। এ কারণে বিদ্যালয় দু’টির আঙ্গিনায় থাকা যথাক্রমে ৮ টি ও ১৫টি গাছ নিলামে বিক্রিয় উদ্যোগ নেই উপজেরা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়। এ লক্ষ্যে উক্ত কার্যালয়ের নিলাম দরপত্র বিজ্ঞপ্তি গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক খোয়াই পত্রিকায় প্রকাশিত হয়। দরপত্রের সূচি অনুযায়ী ২৫ ও ২৬ ফেব্রয়ারি শিডিউল বিক্রি হয়েছে। উক্ত শিডিউল আগামী ২ মার্চ সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত দাখিল করা যাবে। ঐদিন দুপুর ২টায় দরপত্র বাক্স খোলার সময় নির্ধারণ আছে। এ প্রক্রিয়া চলমান থাকাবস্থাই ২৭ ও ২৮ ফেব্রুয়ারি গাছ কাটা শ্রমিক নিযুক্ত করে বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার অবৈধভাবে গাছ কেটে নিতে শুরু করেন।
২৮ ফেব্রুয়ারি সরজমিন স্কুলে প্রাঙ্গনে উপস্থিত হয়ে দেখা যায়, কাটা গাছগুলো শ্রমিকরা টুকরো টুকরো করে অন্যত্র নিয়ে যাচ্ছে। ঐ সময় শ্রমিকদের তদারকির দায়িত্বে থাকা আল-আমিন নামে ঠিকাদার ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের এক কর্মচারী জানায়, “তুষার চাচার এ গাছগুলো কাটিয়ে নিচ্ছেন।”
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার কোনো অনুমতি কাউকে দেয়া হয়নি। কেউ কেটে থাকলে তা অবৈধ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী বলেন, গাছগুলো নিলামে বিক্রির উদ্দেশ্যে দরপত্র আহব্বান করা হয়েছে। যার প্রক্রিয়া চলমান আছে। এ অবস্থায় কেউ গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা