
মোহাম্মদ রাজিব মিয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়াকে বিএনপির মনোনয়ন না দেয়ার প্রতিবাদে আখাউড়ায় গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌরসভার স্টেশন চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
পথ সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, পৌর যুবদলের আহ্বায়ক নূর আহম্মদ ভূঁইয়া জাবেদ, সাবেক ছাত্রনেতা এম. মামুন, ছাত্রদলে সাবেক আহবায়ক ইমরান মোল্লাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে কবীর আহমেদ ভূইয়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি নেতা-কর্মীর পাশে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন। অথচ তাকে অযৌক্তিকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে, যা তৃণমূলের কর্মীদের গভীরভাবে হতাশ করেছে।
নেতারা অনতিবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয়, ত্যাগী ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতা কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান।
গত ৩ নভেম্বর এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সাবেক এমপি মুশফিকুর রহমানকে আখাউড়া ও কসবা আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা