
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
বিএনপি নেতা হোসেন আহমদ আর নেই, কেন্দ্রীয় বিএনপি নেতা জসীমের শোক

এম, নুরুল আলম সরকার (ব্রাক্ষ্মবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি ও নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হোসেন আহমদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুর সময় তিনি দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার মৃত্যু তে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নবীনগর উপজেলার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাক্ষ্মবাড়িয়া-৫ , নবীনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জননেতা তকদির হোসেন মোঃ জসীম।
এই সময় তিনি বলেন হোসেন আহমদের মৃত্যুতে আমি আমার শরীরের একটা অঙ্গ হারিয়ে ফেলেছি, হোসেন আহমদ আমার খুব প্রিয় ও কাছের একজন রাজনৈতিক কর্মি ছিলেন, আমি মহান রাব্বুল আলামীন আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা যেন হোসেন আহমদ কে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত করেন, হোসেন আহমদ একজন সহজ সরল সাধারণ মানুষ ছিলেন। হোসেন আহমদ নবীনগরে খুবই জনপ্রিয় ব্যক্তি ছিলেন, উনার জানাযায় হাজারো মানুষের ঢল নামে,ওয়ারুক মাঠ কানায় কানায় পূর্ণ ছিল, হোসেন আহমদের জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা তকদির হোসেন মোঃ জসীম, ব্রাক্ষ্মবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম ছিদ্দিকী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু,সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, উপজেলা বিএনপির সদস্য মাইনুদ্দিন গাজী সহ কয়েক সহাশ্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে হোসেন আহমদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা