কাজী আল-আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ আমতলী বাজারে দীর্ঘদিন যাবত যানজটের কারণে ভোগান্তিতে সর্বস্তরের জনগণ।
ঢাকা-সিলেট হাইওয়ে রোড় থেকে চান্দুরা ডাকবাংলা টু আখাউড়া স্থলবন্দর রোডের উপর আমতলী বাজার অবস্থিত। বাজারের রাস্তার পূর্বপাশ দিয়ে সরকারি বরাদ্দে প্রায় ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ৬০২ মিটার দৈর্ঘ্য ও ২ ফিট প্রস্থ ড্রেইনের কাজ আরএস কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান শুরু করে।
গত ২৪ অক্টোবর কাজটি শুরুর এক মাস অতিবাহিত হলেও কাজের তেমন অগ্রগতি নেই। কিন্তু যানজট দিন দিন বেড়েই চলেছে।
ঠিকাদারের এমন ধীরগতির ও এলোমেলো কাজের কারণে প্রতিদিন ভোগান্তিতে সকল শ্রেণির যানবাহন ও হাজারো মানুষ।
আরএস কনস্ট্রাকশনের প্রতিনিধি আমানুল্লাহ জানান, কাজ করলে স্থানীয় জনগণের কিছুটা দুর্ভোগ হয়। তারপরেও সাব-কন্ট্রাক্টর ব্যক্তিগত সমস্যার কারণে ৩/৪ দিন কাজের অগ্রগতি কম হয়েছে। আজ থেকে দ্রুত গতিতে আগামী ৩ দিনের মধ্যে কিছুটা দুর্ভোগ কমানোর জন্য রাতে কাজ করার উদ্যোগ গ্রহণ করব।
সাধারণ জনগণের দাবি, ৬০২ মিটার ড্রেইন কয়েকটি অংশে বিভক্ত করে কাজটি শুরু করার দরকার। যেহেতু ড্রেইনটি মেইন রোডে সেক্ষেত্রে অতিরিক্ত জনবল দিয়ে দ্রুত কাজটি সমাধান করার দরকার ছিল। ঠিকাদারের গাফিলতিতে সপ্তাহে দুই এক দিন কাজ করে। বর্তমানে এই অবস্থায় আমতলী বাজার পার হতে প্রতিটি যানের প্রায় ২ থেকে ৪ ঘন্টা লেগে যায়।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান চেরাগী জানান, এখন পর্যন্ত ২০ শতাংশ কাজ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার মৌখিক নির্দেশনা দেওয়ার পরেও অগ্রগতি না হওয়ায় বিষয়টা আমরা গুরুত্বের সাথে দেখছি। এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে দ্রুত কাজটি সমাধান করার তাগিদ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা