মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কলেজপাড়া এলাকায় বিদেশী টাকা পাওনা নিয়ে প্রতিপক্ষের উপর হামলায় ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজপাড়া খান টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সোনিয়া খানম (২৬), জামিলা খাতুন (৫০), আংগুরা খাতুন (৪৮)।
আহত সোনিয়া খানম জানান, সদর উপজেলার ঘাটুরার মহসিন খন্দকারের ভাতিজা টুটুল ও সুলতাপুরের মহিউদ্দিন মুন্সী রাসেলের ছোটভাই টিটুর কাছে ১ কোটি ১০ লাখ পান তার স্বামী সৌদি প্রবাসী মুজাহিদুল ইসলাম রনি। বিগত কয়েকমাস আগে তারা মুজাহিদুলের ব্যবসার টাকা লুট করে পালিয়ে যায়। এসব বিষয় নিয়ে আজকে মহসিন খন্দকার ও মহিউদ্দিন মুন্সী রাসেল ৫-৭ জন লোক নিয়ে কলেজপাড়া বাসায় হামলা করেন। এতে পরিবারের প্রায়ই ৫-৭ জন লোক আহত হয়।
এঘটনায় সোনিয়া খানম নামের একজন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এব্যাপারে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোতালিব জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করেছি। উভয়পক্ষকে নিয়ে কাল বিষয়টি মিমাংসা হবে৷
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা