শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মগধরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন রবিউল আলম সমির

মো. মাঈন উদ্দীন, সন্দ্বীপ : সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির ।

তফসিল ঘোষণার পর গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির, মগধরা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মুহাম্মদ শামীম উদ্দীন, মগধরা ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, মগধরা ইউপি ৫ নং ওয়ার্ড মেম্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ সারওয়ার শিমুল, ও মাস্টার আকতার হোসেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেবাশীষ দাশ জানান, আগেই ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সর্বশেষ বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে অপর প্রার্থী শেখ মুহাম্মদ শামীম তার প্রার্থিতা প্রত্যাহার করছেন। ফলে অফিসিয়াল কিছু কার্যক্রম সম্পন্ন করার পর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হবে তাকে।

গত (১৫ এপ্রিল ) মগধরা ইউনিয়নের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়নপত্র বাছাই হযেছে ৫ জুলাই, মনোনয়ন পত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সির্ধান্তের বিরুদ্ধে আপিল ছিল ৬-৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১০ জুলাই , প্রতীক বরাদ্দ হওয়ার কথা ছিল ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার কারণে মগধরার নির্বাচনী হাওয়া হঠাৎ করে ঠাণ্ডা হয়ে গেল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ