ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত কাজীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ঈদের নামাজে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগবাতুল্লাহ নূর।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ ও ভ্রাতৃত্ব কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় লোকনাথ উদ্যান জামে মসজিদ প্রাঙ্গন, একই সময়ে শেরপুর ঈদগাহ মাঠ, মৌলভীপাড়া জামে মসজিদ ও পৃথক পৃথক সময়ে মেড্ডা শরীফপুর ঈদগাহ মাঠ, পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড, ভাদুঘর ফাটা পুকুর পাড় ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গন, গোকর্ণঘাট ঈদগাহ ময়দানসহ বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা