দিপংকর রায়, বিশেষ প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও আহত হয়েছেন একজন।
ঘটনাটি সোমবার সকাল আনুমানিক পৌঁনে ৬ টায় উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের ঢেঁড়াপাটিয়া এলাকার (এলজিইডি পার্ক) ব্র্যাক অফিসের সামনে ঘটেছে।
ঘটনার বিষয়টি বিরল থানার এসআই অশ্বিনী কুমার বর্মন সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনায় নিহত মো. তারিকুল ইসলাম তারিক (৩৬) পাবনা জেলার সূজা নগর উপজেলার মানিক দির গ্রামের লাল মিয়ার ছেলে। পেশায় সিএনজি চালক মো তারিকুল ইসলাম বর্তমানে দিনাজপুরের বিরল পৌরসভার হুসনা কুমার পাড়ায় শ্বশুর মৃত সামশুল মিয়ার বাড়িতেই থাকতেন। অপর আরেক জন আনিছুর রহমান আহত অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায় আম বোঝাই ট্রাকটি ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে ফেনী মহিপালের উদ্দ্যেশে রওনা দিলে। নিহত মো. তারিকুল ইসলাম তারিক (৩৬) সেতাব গঞ্জে থেকে ধুকুরঝাড়ি পর্যন্ত যাত্রী হিসেবে ট্রাকে উঠে। পথিমধ্যে ট্রাকটি দিনাজপুর বোচাগঞ্জ মহাসড়কের উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের ঢেঁড়াপাটিয়া এলাকার (এলজিইডি পার্ক) ব্র্যাক অফিসের আসলে ড্রাইভার ট্রাকের নিয়ন্ত্রন হারালে রাস্তার পাশে বড় এক আম গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই তারিকুল ইসলাম তারিক (৩৬) নিহত ও আনিছুর রহমান নামের অপর আরেক জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা