খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
এ ঘটনায় গাড়িটি বিক্রির চেষ্টার সময় যুবলীগ নেতা বকুল সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার ছিনতাই করে তা স্বল্প মূল্যে বিক্রি করে আসছিল
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি চক্র দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ছিনতাই করা প্রাইভেট কার বিক্রি করার চেষ্টা করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বকুল সহ পাঁচজনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা