মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস বিলস্ এর পুনঃনির্বাচিত সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, সফর আলী ও নব-নির্বাচিত নির্বাহী সদস্য সৈয়দ রবিউল হক শিমুল, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন এবং অলংকার শপিং কমপ্লেক্সের নব-নির্বাচিত নেতৃবৃন্দ কে সংবর্ধনা দিয়েছে, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএল এফ (বা.জা.ফে-১৯) চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি।
সোমবার (৬ই ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের, হোটেল সৈকতের হল রুমে, বাংলাদেশ লেবার ফেডারেশন বিএল এফ চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, শ্রমিক আন্দোলনের অন্যতম কর্ণধার, বাংলাদেশ লেবার ফেডারেশন বিএল এফ এর কেন্দ্রীয় সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলস্ চট্টগ্রামের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক নুরুল আফসার ভূঁইয়া, জেলা কমিটির সহ-সভাপতি মো.সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, সামছুল ইসলাম আরজু, মহানগর কমিটির যুগ্ন- সম্পাদক মো.আলমগীর হোসেন, সাইফুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক মো. হেলাল উদ্দিন মিয়া, বিভাগীয় যুব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আমির হোসেন, মিরসরাই শিল্প অঞ্চলের সভাপতি মহিউদ্দিন মফিজ, আনোয়ারা উপজেলার সভাপতি এম এ জব্বর খান, জেলা কমিটির মহিলা সম্পাদিকা গুলজার বেগম, মহানগর কমিটির মহিলা সম্পাদিকা মুক্তা শেখ মুক্তি, মহিলা সংগঠক আমেনা খাতুন মিনা, পারভিন ডাক্তার সোনিয়া, মোহসেনা আক্তার, হামিদ ও ফারুক প্রমূখ।
বাংলাদেশ লেবার ফেডারেশন বিএল এফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ছিলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস বিলস্ এর পুনঃনির্বাচিত সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, সম্পাদক সফর আলী ও নবনির্বাচিত নির্বাহী সদস্য সৈয়দ রবিউল হক শিমুল।