শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতান-এর ২৯তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক মো. মনজুরুল ইসলাম (মনজু) : বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতান-এর ২৯তম প্রয়াণ দিবস আগামী ১০ অক্টোবর।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামী ৯ ও ১০ অক্টোবর ২ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা আয়োজন করেছে।
৯ অক্টোবর ২ দিনব্যাপী আয়োজন উদ্বোধন করা হবে। এই দিন বিকাল ৪ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে শিল্পী এসএম সুলতানের প্রতিকৃতিতে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকাল ৪.১৫ মিনিটে শিল্পী এসএম সুলতানের শিল্পকর্ম এবং শিশুস্বর্গের শিশুদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং প্রদর্শিত হবে ‘তথ্যচিত্র ‘আদম সুরত’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববরেণ্য শিল্পী এসএম সুলতানের জন্মস্থান নড়াইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সকাল ৯ টায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৯.৩০ টায় শিল্পীর স্মৃতি সংগ্রহশালা নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্প আয়োজন করা হবে। সকাল ১০টায় শিশুস্বর্গে শিশুদের লেখা পত্র প্রদর্শনী ও পাপেট শো প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি নড়াইলে আলোচনা সভা ও তথ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শিত হবে। বিকাল ৫ টায় পরিবেশিত হবে পালাগানের আসর।
বিশ্ববরেণ্য শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বছরব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে গত ১০ আগস্ট শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প, নৌবিহার সহ নানা অনুষ্ঠান পালন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *