খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী থেকে বালু উত্তোলন করার সময় পানিতে ডুবে নয়ন রায় (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নয়ন তার নানার বাড়িতে থাকা অবস্থায় পাঁচজন মিলে নদীতে খেলার জন্য যায়। সাঁতার কাটতে গিয়ে হঠাৎ গভীর গর্তে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহত নয়ন রায়ের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জাদুরানী এলাকায়। তিনি সাগর রায়ের ছেলে। নয়নের নানা অলক রায় জানান, নদীটি একসময় উঁচু মাঠ ছিল, কিন্তু বালু উত্তোলনের জন্য খনন করায় এখন এ ধরনের দুর্ঘটনা ঘটছে। অলক রায় এ ঘটনায় তোফাজ্জল ও সিদ্দিক পাটোয়ারীকে দায়ী করে ন্যায়বিচারের দাবি জানান।
তার মতে, এই খননের ফলে আশ্রয়ণের অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নিহতের বাবা সাগর রায় বলেন, ‘আমাদের একটাই দাবি, সঠিক বিচার চাই, আর কোনো দাবি নেই।’
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর গফুর জানান, ‘ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা