
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে গাইবান্ধা আওয়ামী লীগের কার্যালয়

মাইদুল ইসলাম: গাইবান্ধা শহরের এক নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে নয় টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র ও বিক্ষুব্ধ জনতা এ কর্মকাণ্ড চালায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, ঢাকায় ফ্যাসিবাদের আঁতুরঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করছি। আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।
তিনি বলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা