মো. ওসমান গণি (ইলি), কক্সবাজার: কক্সবাজার জেলায় কয়েকদিন ধরে অব্যাহত ভারী বর্ষণ এবং ঝড়ো বাতাসের কারণে জেলার ৯টি উপজেলা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
বুধবার বিকেল থেকে শুরু হওয়া এই সংকট শুক্রবার পর্যন্তও স্বাভাবিক হয়নি, ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছপালা ভেঙে পড়া, বৈদ্যুতিক লাইনের ক্ষতি এবং উপকূলীয় এলাকায় জলাবদ্ধতার কারণে বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চললেও বৈরী আবহাওয়ার কারণে দ্রুত সমাধান সম্ভব হচ্ছে না।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “বর্তমানে মাত্র ২০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।” তিনি আরও বলেন, টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালীসহ বেশ কয়েকটি উপজেলায় এখনও বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
অন্যদিকে, কক্সবাজার বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, “সদর উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে, তবে অন্য উপজেলাগুলোতে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজ জটিল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ, পানি উত্তোলন, যোগাযোগ এবং চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা