

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গাঁজা সেবন অবস্থায় তিন শিক্ষার্থী আটকের ঘটনা ঘটেছে।
আটককৃতরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও দৈনিক দেশচিত্র পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি ইবতেশাম রহমান সায়নাভ, BDN71 অনলাইন পোর্টালের মো. রাতুল। এছাড়া আরেকজন হলেন একই বিভাগের মুনিরুল ইসলাম। তারা সবাই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে রাত সাড়ে ৯ টায় তাদের আটক করেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা লাইব্রেরির আউটডোরে পড়তেছিলো। তখন গাঁজার গন্ধ নাকে আসলে তারা লাইব্রেরির অপর পাশে দেখতে যায়। শিক্ষার্থীদের দেখে তারা সবকিছু ছুড়ে ফেলে দেয়। এসময় গাঁজাসেবী তিনজনকে চড়-থাপ্পড় মারেন উত্তেজিত ছাত্ররা। লাইব্রেরির মতো পবিত্র জায়গায় আর গাঁজা না খাওয়ার শর্তে কান ধরে উঠবস করলে তাদের ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা