

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি : নতুনহাট এলাকার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।
নতুনহাট এলাকার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।
জয়পুরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
গত সোমবার বিকেল সাড় ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত জেলা শহরের নতুনহাট এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন অভিযান পরিচালনা করেন।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ হাজর টাকা জরিমানা করেছেন জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। সোমবার বিকেল সাড় পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জেলা শহরের নতুনহাট এলাকায় অভিযান পরিচালনার সময় এ জরিমানা অনাদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, আজ সন্ধ্যায় পর্যন্ত বাজার মনিটরিংয়ের সময় এক ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় তাঁকে দুই হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে। তিনি আরে বলেন আমাদের এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা