খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম ডা: জাহিদ।
শনিবার বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে তিনি বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অন্তত দুই হাজার জন শহীদ হয়েছেন। এর মধ্যে বিএনপির ৪২২ জন নেতাকর্মীও শহীদ হয়েছেন।
ডা: জাহিদ অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির আট শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। শাহাদাতবরণ করেছেন আট হাজারের বেশি নেতাকর্মী। এ ছাড়া সাত লাখ নেতাকর্মী মামলা-মোকদ্দমায় ভুগছেন। দেড় লক্ষাধিক গায়েবি মামলা দেওয়া হয়েছে।
দেশের সাধারণ মানুষ গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটাতাজা হয়েছেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, এবং সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা