দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার ও সেকেন্ড অফিসার ওয়াসিম সানীর নেতৃত্বে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে উন্নতি লাভ করেছে।
সাধারণ জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে তারা অপরাধ দমনে শক্তিশালী ভূমিকা পালন করছেন।
বিশেষ করে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দমন, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ, কিশোরগ্যাং, কালোবাজারি, শিশু পাচারসহ নানা অপরাধ নির্মূলে তারা দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।
শৃঙ্খলাবদ্ধ পুলিশ ফোর্সের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও আলোর পথে ফেরানো হচ্ছে। এর ফলে বোচাগঞ্জ উপজেলায় শান্তি ফিরেছে, জনগণ নিজেদের নিরাপদ মনে করছে। সাধারণ মানুষের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরণের আন্তরিক সহমর্মিতা এলাকাবাসীর মনে প্রশংসার ছাপ ফেলেছে।
উপজেলাবাসী বিভিন্ন মহল তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা