নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বোচাগঞ্জসহ বিভিন্ন এলাকায় আলোচিত নাম আশা আক্তার। সম্প্রতি তার আসল পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, তার প্রকৃত জন্মদাতা রাজধানী ঢাকার প্রভাবশালী কোটিপতি ব্যবসায়ী আলী হোসেন। যিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত।
দীর্ঘদিন ধরে আশা আক্তারকে লাইছুর রহমান ও লিপি আক্তার নিজের কন্যা পরিচয়ে লালন-পালন করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, তারা অর্থের লোভে তাকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করেছে। বিশেষ করে ছাত্রবাস, ছাত্রনিবাস, আবাসিক হোটেলে দেহ ব্যবসা, মাদক বহন এবং শিশু পাচারে তাকে বাধ্য করা হয়েছে। এছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মির্জাপুর, কালিহাতী, কুতুবপুর ও কাশেমপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ রয়েছে।
পালিত মা-বাবার সহযোগীরা হচ্ছেন- মীরা কাশ্মীরী, স্বামী আব্দুল আলিম, আব্দুল মালেক ওরফে চৌধুরী (পিতা মৃত মছির উদ্দিন), আব্দুল আলিম (পিতা অজ্ঞাত)। নাম না জানা আরও অনেকেই। এরা বিভিন্ন সময় পালিত মা-বাবাকে ইন্ধন, কু-পরামর্শ ও অর্থের মাধ্যমে সমর্থন করেছে।
একাধিক বিয়ের অভিযোগ: অভিযোগ রয়েছে, পালিত মা-বাবা আশা আক্তারকে নানা সময়ে অর্থের প্রলোভনে বিভিন্ন স্থানে বিয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে এখন পর্যন্ত তার ১০ জন স্বামীর পরিচয় নিশ্চিত হয়েছে:
১. ফরহাদ হোসেন (পিতা আইয়ুব আলী বাবুর্চি) – দেড় বছর সংসার, এক কন্যাসন্তান (স্টেশনপাড়া উপজেলা রোড, বোচাগঞ্জ)
২. হাসিনুর রহমান (পিতা মো. মোস্তফা, সাইকেল মেকার) – আট মাস সংসার (বড় সুলতানপুর বাজার, নাফানগর, বোচাগঞ্জ)
৩. মোঃ রনি (পিতা মনির হোসেন, গুড় ব্যবসায়ী) – দীর্ঘদিন অবৈধ সংসার (গুচ্ছগ্রাম আবাসন, নাফানগর, বোচাগঞ্জ)
৪. মৃত শফিকুল ইসলাম (পিতা মৃত ইব্রাহিম) – ১৫ দিনের সংসার (রাণীশংকৈল বাজার, ঠাকুরগাঁও)
৫. মোঃ আব্দুল মজিদ খান (পিতা মৃত মহিউদ্দিন) – সাত বছরের সংসার, তিন কন্যাসন্তান (মুর্শিদাহাট মালিপাড়া, ৭ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ)
৬. মৃত অ্যাডভোকেট মজিবুর রহমান (পিতা অজ্ঞাত) – ৭ দিনের সংসার (আমিরগঞ্জ নতুন বাজার, পার্বতীপুর, দিনাজপুর)
৭. মোঃ রুবেল হাসিব – দীর্ঘদিন অবৈধ সংসার (ফুলবাড়ী বাসস্ট্যান্ড, ঢাকায় পট্টি, দিনাজপুর)
৮. মোঃ আলামিন (ট্রাক ড্রাইভার) – কোর্ট ম্যারেজ অনুযায়ী তিন মাসের সংসার (ফুলবাড়ী বাসস্ট্যান্ড, বটতলা বাজার, দিনাজপুর)
৯. অ্যাডভোকেট আইনজীবী অনিমেষ রায় (পিতা অজ্ঞাত) ২ মাসের অবৈধ সংসারে সাড়ে ৩ মাসের গর্ভবতী হয় (ফরিদপুর জজ কোর্ট তৃতীয় তলা, থানা কোতোয়ালি , ফরিদপুর)
১০. শেখ রবিন পিতা (শেখ শুকুর আলী) দেড় মাসের অবৈধ সংসার।
১১. শেখ শাহিন চায়ের দোকানদার পিতা মৃত নাসিরুদ্দিন ১৫ দিনের অবৈধ সংসার
১২. মোঃ রাসেল (আঃ মজিদ) তার সৎ ছেলে পরিচয় থাকাকালীন শুধুমাত্র এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেইন দশ হাজার টাকার লোভে অবৈধ সম্পর্ক গড়ে তোলে দীর্ঘদিন যাবত উভয়ের ঠিকানা (গুহলক্ষ্মীপুর মডেল টাউন ,১৭ নং ওয়ার্ড, আলিপুর খা পাড়া ব্রিজ সংলগ্ন, থানা কোতোয়ালি, ফরিদপুর)
এছাড়াও আরও কয়েকজনের সঙ্গে বিয়ের তথ্য প্রকাশিত হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, লাইছুর রহমান ও লিপি আক্তার এই চক্রের মূল পরিকল্পনাকারী। তারা শুধু আশা আক্তারকেই নয়, ছাত্রবাস, ছাত্রনিবাস ও আবাসিক হোটেলে দেহ ব্যবসা, শিশু পাচার এবং মাদক সেবন ও বহন অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে তাকে ব্যবহার করেছেন।
তবে সর্বশেষ আশা আক্তার নিজেই স্বীকার করেছেন, তার প্রকৃত জন্মদাতা ঢাকার কোটিপতি আলী হোসেন।
এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সাধারণ মানুষ জানতে চাইছে—কেন পালিত মা-বাবা এমন কর্মকাণ্ড চালালেন এবং তাদের আসল উদ্দেশ্য কী?
স্থানীয় পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন, এবং নতুন তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে তা জনগণের কাছে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা