
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
বোচাগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা ও উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বদলিজনিত কারণে তাদের সম্মানে বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ, সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী (নেসকো) মোঃ রুহুল আমিনসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা দুই কর্মকর্তার কর্মময় জীবনের সাফল্য ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানান। বিদায়ী অতিথিরাও তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মানে স্মৃতিচারণ, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা