

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল দেওয়া শুরু করেছেন পুলিশ সদস্যরা।
মঙ্গলবার সকাল ১১টায় থানার বাইরে কাজ শুরু করেন তারা। রবিবার থেকে থানার ভিতরে ডিউটি করছেন পুলিশ সদস্যরা।
বোচাগঞ্জ থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
উল্লেখ, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হাসিনা সরকারের পতনের পর বোচাগঞ্জ থানা ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ছাড়া থানা থেকে কিছু অস্ত্র ও গুলি এবং মালামাল লুট করে তারা। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা