
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অধিবেশন আজ বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজেট উপস্থাপন ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নাফানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান। তিনি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, সেবা কার্যক্রম, এবং ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বার্থে গঠনমূলক মতামত প্রদান করেন।
বাজেট অধিবেশন শেষে চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান সবাইকে ধন্যবাদ জানান এবং ইউনিয়নের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা