খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এই দুটি ঐতিহাসিক দিন যথাযথ মর্যাদায় পালন করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং সুধীজন অংশ নেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। পাশাপাশি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র্যালি আয়োজন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দিতে পারব।”
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আয়োজিত এই প্রস্তুতি সভা এবং এর মাধ্যমে নেওয়া কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বলে সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা