খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি মো. মুনছুরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট ও একটি সাংবাদিকের পরিচয়পত্র উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে সেতাবগঞ্জ তুলাই পেট্রোলপাম্প এলাকায় মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়।
অভিযানের সময় পুলিশ মুনছুরের কাছ থেকে সাংবাদিক পরিচয়পত্রে দিনাজপুর নিউজ পোর্টাল এক্সপ্রেস-এর সেতাবগঞ্জ প্রতিনিধির লেখা ছিল। এ ঘটনায় পুলিশ নিশ্চিত করছে যে, মুনছুর সাংবাদিক পরিচয়ে নিজের অবৈধ কাজ চালানোর চেষ্টা করছিল।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক মুনছুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা